কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ২৭টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ৩নং তারাটি ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সাংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
১. নাম : ৩নং তারাটি ইউনিয়ন পরিষদ।
২. আয়তন :
হেক্টর | বর্গকিলোমিটার |
৩১৮১ | ৩১.৮১ |
৩. লোকসংখ্যা : ৩৪,১৮৩জন। (প্রতিবর্গকিলোমিটারে লোকসংখ্যা ১০৭৪.৫৯জন)
৪. গ্রামের সংখ্যা : ২৭টি।
৫. মৌজার সংখ্যা : ২৭টি।
৬. হাট/বাজারের সংখ্যাঃ ০৬টি।
৭. উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা-সিএনজি, ভ্যান-রিক্সার মাধ্যমে।
৮. শিক্ষার হার : ৪৫% (২০০১ সালের আদম শুমারী অনুসারে)।
৯. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১১টি।
১০. বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৪টি।
১১. উচ্চ বিদ্যালয়ের সংখ্যাঃ ০৩টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়-১টি।
১২. জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্রঃ নাই।
১৩. মাদ্রাসা : ০৩টি।
১৪. দায়িত্বরত চেয়ারম্যানঃ মোঃ মনিরুজ্জামান (মনির)
১৫. গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানঃ নাই।
১৬. ঐতিহাসিক পর্যটন স্থানঃ নাই।
১৭. ইউপি নতুন ভবন স্থাপিত কালঃ সাল ২০০৪ইং।
১৮. নবগঠিত পরিষদের বিবরণঃ
শপথ গ্রহণের তারিখ : ০৩/০৮/২০১১ইং।
প্রথম সভার তারিখ : ১২/০৭/২০১১ইং।
মেয়াদ উত্তীর্ণের তারিখ :২৭/০৭/২০১৬ইং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস